“এই যে বাবু,এথায় এসো” খিলখিলিয়ে হেসে,
ডাকল মোরে একদল ছেলে অপার ভালোবেসে।
নিকটে গেলে এক ছেলে হাত বুলিয়ে মোর কেশে,
জানতে চায় এখন আমি পড়ি কোন ক্লাসে?
রইল না বুঝিতে আর কোনো কিছুই বাকি,
কৌতুকের পাত্র বানাইতে চায়, ভালোবাসা তো ফাকি।
উত্তরে কইলাম,”ভার্সিটি যাই দেখিতে পাও না নাকি?”
উত্তর শুনে তারা সবে বাজালো হাসির ঢাকি।”
বুঝিব কিসে বল, বাছা আমার বেটে?
হওনি লম্বায় এখনো তো পাঁচ ফুটও মোটে।
এই যে, মিলিয়ে দেখ তোমার বুট মোর বুটে
অর্ধ তুল্য পা জোড়া লয়ে তুমি ভার্সিটি যাবে ছুটে?”
রাস্তায় যবে পাশাপাশি হেটে যাবে বউয়ের সাথে,
পরে থাকবে বাছা তুমি আমার নিজ পত্নীর কাঁধে।
তাদের ব্যাঙ্গের উত্তরে মোরে মুচকি হাসতে দেখে
জানতে চাহিল,”অপমানে কি করে খুশি হও মুখেতে হাসি মেখে?”
কহিলাম আমি মুচকি মুচকি হেসে,
“লম্বা যদিওবা হয়েছ তবে তা কেবল বেশে।
বড় যদি হতে তোমরা বিবেক-বুদ্ধির দেশে,
স্বেছায় তোমারে বড় মানিত সবে ভালোবেসে।
মূর্খ তোমরা, মেকি উচ্চতায় কর সবে গরব,
এখন তবে কেন তোমরা সবে রয়েছ নিরব?
দেহের উচ্চতা না মেপে সবে মনের উচ্চতা মাপ,
অহমিকা ভুলে সবে মিলে পরের কথা ভাব।”